৯ এপ্রিল মঙ্গলবার ফিলিস্তিনিরা জাবালিয়া শরণার্থী শিবিরের ধ্বংসাবশেষের মধ্যে ঈদ আল-ফিতরের প্রস্তুতির জন্য একটি বাজারে সমবেত হয় । অন্যরা একটি বিদ্যালয়ে অবস্থিত আশ্রয়কেন্দ্রে ছিল।
ত্রাণ সংস্থাগুলো বলছে, গত ৭ অক্টোবর হামাসের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইলের সামরিক হামলা গাজাকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তবে আরও সহায়তা আসতে শুরু করেছে।
গাজার ফিলিস্তিনিরা বলেন, ক্ষুদ্র, জণাকীর্ণ অঞ্চলের প্রায় সব বাসিন্দা বাস্তুচ্যুত হওয়ায় কঠোর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরূপ পরিস্থিতি প্রশমনের জন্য অতিরিক্ত সরবরাহ এখনো যথেষ্ট নয়। (রয়টার্স)
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।