জর্জিয়ার সংসদে হাতাহাতি

Your browser doesn’t support HTML5

১৫ এপ্রিল, সোমবার জর্জিয়ার সংসদে হাতাহাতি শুরু হয়। সে দেশের সরকার বিতর্কিত “বিদেশী প্রভাব” সংক্রান্ত বিল পুনরায় চালু করতে চাওয়ায় এই বচসা। সমালোচকরা বলছেন, এই বিলে রাশিয়ার দমনমূলক আইনের ছায়া রয়েছে এবং বিরোধী কণ্ঠস্বরকে চাপা দিতে এই বিল ব্যবহার করা হয়।

সংসদের বিরোধী দলের এক সদস্য ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতাকে ঘুষি মারেন। সংসদীয় শুনানিতে এই আক্রান্ত আইনপ্রণেতা উক্ত বিলের হয়ে সওয়াল করছিলেন। এরপরেই হাতাহাতি শুরু হয়ে যায় এবং অধিবেশনের লাইভ সম্প্রচার বন্ধ করে দিতে হয়। (এএফপি)