কোপেনহেগেনে জ্বলন্ত ভবনে ধস

Your browser doesn’t support HTML5

১৬ এপ্রিল মঙ্গলবার কোপেনহেগেনের প্রাচীনতম ভবনগুলোর একটিতে আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে ১৭ শতকের ওল্ড স্টক এক্সচেঞ্জের স্পায়ারটি ধসে পড়ে।

অমূল্য চিত্রকর্ম ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র বাঁচাতে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ছুটে আসেন।

মঙ্গলবার সকালে ওল্ড স্টক এক্সচেঞ্জ বা বোয়েরসেনের তামার তৈরি ছাদে আগুনের সূত্রপাত হয়। এই আগুন ভবনের বেশিরভাগ অংশ এবং ছাদে ছড়িয়ে পড়ে। ছাদের কিছু অংশও ধসে পড়ে এবং ভবনের ভেতরের অংশ ধ্বংস হয়ে যায়। দমকল বাহিনীর একজন মুখপাত্র এ খবর জানান।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। (এপি)