এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

প্রেসিডেন্ট বাইডেন একটি সহায়তা বিলে স্বাক্ষর করার পরপরই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১০০ কোটি ডলার মূল্যের একটি সামরিক সহায়তা প্যাকেজ পাঠানোর পরিকল্পনা করছে। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের দু’জন প্রতিরক্ষা কর্মকর্তা এ কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তিনদিনের সফরে বুধবার সাংহাই পৌঁছেছেন। ব্লিংকেন শুক্রবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে সাক্ষাত করবেন এবং সম্ভবত প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদে মঙ্গলবার জুয়িশ ভয়েস ফর পিস সংগঠনের আয়োজনে শত শত বিক্ষোভকারী নিউইয়র্কে সেনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমারের বাড়ির কাছে সমবেত হয়।