এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাংহাইয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বেইজিং পৌঁছেছেন। ব্লিংকেন চীনে কর্মরত আমেরিকান কর্মী ও প্রতিষ্ঠানগুলোর জন্য সমান সুযোগ-সুবিধা দিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বুধবার বলেন, ইউক্রেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের গোপনে দেওয়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে শুরু করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে ৯৫ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার একটি বিলে স্বাক্ষর করেছেন।

যুদ্ধবিধ্বস্ত গাজার দুটি বড় হাসপাতালে গণকবরের অভিযোগকে “উদ্বেগজনক” ও “ভয়ঙ্কর” বলে অভিহিত করেছে বাইডেন প্রশাসন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের হাতে বন্দি জিম্মিদের দেহাবশেষ সন্ধানের জন্য তারা মৃতদেহ কবর থেকে তুলেছে।