অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের সৈকতে অসংখ্য পাইলট তিমি

Your browser doesn’t support HTML5

২৫ এপ্রিল, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের সৈকতে ভেসে আসে ১৬০টি পর্যন্ত দীর্ঘ-পাখনার পাইলট তিমি। কর্মকর্তারা জানিয়েছেন, বন্যপ্রাণী কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করার আগেই কমপক্ষে ২৬টি পাইলট তিমি মারা গেছে।

পর্যটননগরী ডান্সবরোর কাছে টোবির ইনলেটে অকুস্থলে পৌঁছেছিলেন বন্যপ্রাণী কর্মকর্তা, সমুদ্রবিজ্ঞানী ও পশু চিকিৎসকদের একটি দল।

আটকে পড়া তিমিগুলি ১৬৪০ ফুট সমুদ্র সৈকত জুড়ে বিস্তৃত চারটি বিশালাকায় গর্ত থেকে এসেছিল।

বিজ্ঞানীরা জানেন না কী কারণে তিমিগুলি আটকে পড়লো। যদিও ধারণা করা হচ্ছে, তাদের স্থান-নির্ধারক ব্যবস্থা হালকা ঢালু ও বালিময় সমুদ্র সৈকতের কারণে বিভ্রান্ত হতে পারে।

একাধিক তত্ত্বে আরও বলা হয়েছে, তারা ঘাতক তিমির মতো শিকারিদের এড়িয়ে যাচ্ছে বা তীরের কাছে কোনও অসুস্থ দলনেতাকে অনুসরণ করছে। (এপি)