এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিংয়ে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ব্লিংকেন বলেন, দুই পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেছে যেখানে চীন গঠনমূলক ভূমিকা পালন করতে পারে।

প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে তার সরকারি কর্মকাণ্ডের জন্য ফৌজদারি মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি পাবার যে দাবি করেছেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। রক্ষণশীল বিচারপতিরা এই যুক্তিতে সহানুভূতির ইঙ্গিত দিয়েছিলেন যে ফৌজদারি অভিযোগের বিরুদ্ধে প্রেসিডেন্টরা কিছুটা দায়মুক্তি পান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সেরাকিউজে মেমোরি চিপ নির্মাতা মাইক্রন টেকনোলজিকে ৬.১ বিলিয়ন ডলারের ফেডারেল অনুদান দেওয়ার একটি চুক্তি করার জন্য উপস্থিত ছিলেন। এই তহবিল ফার্মটিকে নিউইয়র্ক এবং আইডাহো রাজ্যে কারখানা নির্মাণে সহায়তা করবে।