যৌন মিলন ছাড়াই ১৪ প্রজাতির বাচ্চার জন্ম দিলো একটি সাপ

Your browser doesn’t support HTML5

আগে পুরুষ বলে মনে করা হতো এমন একটি সাপ ব্রিটিশ পরিষেবা স্থাপনায় সঙ্গম ছাড়াই চৌদ্দটি সাপের বাচ্চা জন্ম দিয়েছে।

বাচ্চাগুলোকে জন্ম দিয়ে রোনালদো নামের ১৩ বছর বয়সী সাপটি তার মালিককে অবাক করে দেয়। কারণ নয় বছর আগে তাকে উদ্ধার করার পর থেকে এটি কোনো পুরুষ সাপের সংস্পর্শে আসেনি।

যদিও অপ্রচলিত, তবে নারী সাপের পক্ষে পার্থেনোজেনেসিস নামে পরিচিত একটি প্রক্রিয়ায় অযৌন প্রজনন করা সম্ভব। (রয়টার্স)