সরকারি কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বুধবার (১০ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ পালন করছে কোটাবিরোধীরা। যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোনো কোনো এলাকায় যাত্রীদের পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে।
এদিকে সারা দেশে চলমান ‘বাংলা ব্লকেড’ এর মধ্যে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বহালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ।