শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকার রাস্তায় মানুষের উল্লাস

Your browser doesn’t support HTML5

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ কর্মসূচির প্রথম দিন শেখ হাসিনা পদত্যাগ করতেই ঢাকার রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। শাহবাগ থেকে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে গণভবনে ঢুকে পড়েন।

৫ আগস্ট বিকেলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার ভাষণে বলেন, "দেশে একটা ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম। আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীন দেশের সব কার্যক্রম চলবে।"

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলছেন, ‘‘এই ছাত্র–জনতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে। সেখানে ফ্যাসিবাদীদের দোসর–সমর্থক কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবেন না।’’