এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন লোহিত সাগর তীরবর্তী আকাবা শহরে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে বৃহস্পতিবার সাক্ষাৎ করেন। তারা বাশার আসাদ সরকারের পতনের পর সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ব্লিংকেন এ সপ্তাহে তুরস্কে যাবার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বৃহস্পতিবার জেরুসালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন। ইসরায়েল এবং ফিলিস্তিনিরা গাজায় যুদ্ধবিরতির একটা নতুন চেষ্টার ইংগিত দিচ্ছে। যার আওতায় হামাসের হাতে জিম্মি ১০০ জনের অন্তত কয়েকজনকে ইসরায়েলে ফেরত দেয়া হবে। রয়টার্স এ খবর জানিয়েছে।

টাইম ম্যাগাজিন 'পার্সন অফ দ্য ইয়ার' হিসেবে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের নাম প্রকাশ করেছে। ২০১৬ সালেও টাইম ট্রাম্পকে একই খেতাব দিয়েছিল।