চীনা শাসনের ২৫ বছর পূর্তিতে ম্যাকাও পৌঁছেছেন চীনের  প্রেসিডেন্ট শি জিনপিং

Your browser doesn’t support HTML5

চীনের শাসনের ২৫ বছর পূর্তি উপলক্ষে তিনদিনের সফরে ম্যাকাও পৌঁছেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

সাবেক এই পর্তুগিজ উপনিবেশ ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর ‘এক দেশ দুই ব্যবস্থা’ কাঠামোর অধীনে চীনের কাছে হস্তান্তর করা হয়। এই কাঠামোতে ম্যাকাওকে চীনের মূল ভূখণ্ডের চেয়ে বেশি স্বায়ত্তশাসন এবং বৃহত্তর নাগরিক স্বাধীনতার প্রতিশ্রুতি দেয়া হয়।

শহরটি চীনের একমাত্র জায়গা যেখানে ক্যাসিনোতে জুয়া খেলার অনুমতি রয়েছে। এটি লাস ভেগাসকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ক্যাসিনো কেন্দ্র হয়ে উঠেছে। দুই দশক ধরে এখানে চীনা দর্শনার্থীরা জুয়া খেলতে আসেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সফরকালে শি ম্যাকাও-এর নতুন প্রশাসনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং স্থানটি পরিদর্শন করবেন।