উপর থেকে ধারণ করা ফুটেজে দেখা যাচ্ছে তৃতীয়দিনের মত লস অ্যাঞ্জেলেসের দাবানল

Your browser doesn’t support HTML5

দমকলকর্মীরা লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে পাহাড়ি এলাকা, বাড়িঘর এবং রাস্তা পুড়িয়ে ফেলা দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে কিছু অগ্রগতির কথা জানিয়েছেন, কিন্তু প্রবল বাতাসের কারণে শুক্রবার, ১০ জানুয়ারি পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা ছিল।

শুক্রবার ভোর পর্যন্ত, পাঁচটি স্থানে এখনও আগুন জ্বলছে।

শহরের পশ্চিম প্রান্তে সান্তা মনিকা এবং মালিবুর মধ্যে পালিসেড ফায়ার এবং পাসাডেনার কাছে পূর্বে ইটন ফায়ার ইতোমধ্যেই লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল হিসাবে স্থান পেয়েছে।

একাধিক দাবানলে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ১০,০০০ স্থাপনা ধ্বংস হয়েছে।