আমেরিকার বিশেষ বিশেষ খবর VOA 60-তে স্বাগত

Your browser doesn’t support HTML5

বৃহস্পতিবার ওয়াশিংটনের কাছে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত আমেরিকান এয়ারলাইন্স-এর বিমান থেকে কথিত ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়। বুধবার রাতে একটি সেনা হেলিকপ্টারের সাথে সংঘর্ষে ঐ বিমানটি ভেঙে পড়ে। ঐ দুর্ঘটনায় যাত্রী, ক্রু, সেনাসদস্যসহ ৬৭ জনের সবাই নিহত হয়।

এফ বি আই পরিচালক পদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী ক্যাশ পাটেল সেনেটের শুনানিতে ডেমোক্র্যাটদের কঠিন জেরার সম্মুখীন হন। শুনানিতে পাটেল বলেন, এফ বি আই-এর রাজনীতিকরণ ঘটবে নাএবং প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেয়া হবে না।

জাতীয় গোয়েন্দা প্রধানের পদের জন্য ট্রাম্পের মনোনীত প্রার্থী টুলসি গ্যাবার্ড সেনেট শুনানিতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের কড়া সমালোচনার সম্মুখীন হন। শুনানিতে রাশিয়ার প্রতি তার অতীতের সহানুভূতিমূলক মন্তব্য, সিরিয়ার সাবেক নেতা আসাদ ক্ষমতায় থাকাকালে তার সাথে সাক্ষাৎ এবং সরকারি তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের প্রতি অতীত সমর্থনের প্রসঙ্গ তোলা হয়।