যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে বৈঠক করেছেন। রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুবিওর এই অঞ্চলে প্রথম সফর এটি।

রুবিওর সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু বলেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও মধ্যপ্রাচ্যে তার "আগ্রাসন" প্রতিহত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

নেতানিয়াহু আরও বলেন, তারা বিভিন্ন বিষয়ে খুব ফলপ্রসূ আলোচনা করেছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইরান।

গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ লক্ষ্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রুবিও বলেন যে হামাসকে “সম্পূর্ণ নির্মূল” করতে হবে, যা চলমান এক নড়বড়ে যুদ্ধবিরতিকে আরও অনিশ্চিত করে তোলে।

ট্রাম্পের কথার সঙ্গে মিল রেখে নেতানিয়াহু বলেন, যদি হামাস তাদের অক্টোবর ৭, ২০২৩ সালের আক্রমণে অপহৃত বহু জিম্মিকে মুক্তি না দেয়, তবে 'নরকের দরজা খুলে যাবে'।

রুবিওর এর পর সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে।