আফগানিস্তানে বোমা বিষ্ফোরণে বাবাসহ তিন সন্তান নিহত


আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা বলেন, রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা গাড়ির সংগে ধাক্কা লেগে বিষ্ফোরিত হয়েছে। ঐ ঘটনায় বাবাসহ তিন ছেলেমেয়ে নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মংগলবারের ঐ বিস্ফোরণে ছেলেমেয়েদের মা আহত হয়েছেন।

জাতিসংঘ সোমবার জানিয়েছে, আফগানিস্তানের সহিংসতা একই সময়ে গত বছরের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। জাতিসংঘ বলছে, চুরাশি শতাংশ মৃত্যুর জন্য বিদ্রোহীরাই দায়ি।

সোমবার আফগানিস্তানের পূর্বাঞ্চলের লাগমান প্রদেশে ৭ জন নিহত হয়। একটি গাড়ীতে ধাক্কা লেগে স্থল মাইন বিস্ফোরিত হয়ে দূর্ঘটনাটি ঘটে।

পূর্বাঞ্চলের অন্য আরেকটি স্থানে, আত্মঘাতি বোমারু যুক্তরাষ্ট্রের গাড়ী বহর লক্ষ্য করে আক্রমন চালায়। ঐ ঘটনায় অন্তত ১০জন স্কুলের ছাত্র, ১ জন পুলিশ কর্মকর্তা এবং দুজন মিত্রজোটের সদস্য নিহত হয়।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, পাকিস্তান সীমান্তের কাছে মটর সাইকেল চালিয়ে আত্মঘাতী হামলাকারী আক্রমণ চালায়।

তালিবান সব সময়ই বলছে, যে তারা অসামরিক লোকজনকে নিশানা করছে না। তাদের লড়াই আফগান সরকার এবং বিদেশী সেনাদের বিরুদ্ধে তবে তাদের ঐ হামলায় প্রয়শই নিরস্ত্র মানুষই মারা যাচ্ছে।