দলে ভাঙন এড়িয়ে সিপিএম দলের বিবাদমান দুই অংশের বোঝাপড়া

শেষ পর্যন্ত দলে ভাঙন এড়িয়ে সিপিএম দলের বিবাদমান দুই তরফ সিদ্ধান্ত নিল, নির্বাচনের প্রয়োজনে তারা কংগ্রেস ও অন্যান্য ধর্ম নিরপেক্ষ দলের সঙ্গে বোঝাপড়ায় যাবে। তবে জোট থাকবে না। এই মতের নেতা দলের সম্পাদক সীতারাম ইয়েচুরি।যাঁরা কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্কই রাখার বিরোধী, তাঁদের নেতা প্রকাশ কারাট আপাতত বোঝাপড়ার নীতি মেনে নিলেন। কংগ্রেসের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে, এ প্রশ্নে সিপিএম দলে মতভেদ বহু পুরনো। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যখন বিজেপির বিরুদ্ধে সব বিরোধীরা ঐকবদ্ধ হতে চায়, তখন দুই প্রধান কমিউনিস্ট দলের মধ্যে মতভেদ থাকাটা বিরোধী ঐক্যের পক্ষে ক্ষতিকর হত। এ বার বিরোধীদের পালে বাড়তি হাওয়া আসবে। কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট ।

Your browser doesn’t support HTML5

দলে ভাঙন এড়িয়ে সিপিএম দলের বিবাদমান দুই অংশের বোঝাপড়া