পাকিস্তানের সর্বত্র বিক্ষোভ : সেনাবাহিনী তলব

আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে সংযোগকারী সড়ক অবরোধ করেছে যারা , একজন ধর্মীয় নেতার সমর্থক সেই বিপুল সংখ্যক লোককে সরিয়ে দেওয়ার জন্য , হাজার হাজার পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। সহিংস সংঘর্ষে অন্তত ২০০ লোকের আহত হবার খবর পাওয়া যাচ্ছে। লাহোর , রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের মহাসড়কগুলোতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তাহরিকে লাব্বায়েক পাকিস্তান পার্টির নেতা খাদিম হোসেন রিজভির সমর্থকরা ফায়জাবাদ মোড়ে তাঁবু গেড়ে বসে আছে । তাতে রাওয়ালপিন্ডির সঙ্গে সড়ক সংযোগ বন্ধ হয়ে আছে। মি রিজভি পাকিস্তানের আইন মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। এরই মধ্যে খবর পাওয়া গেছে যে এই প্রতিবাদ বিক্ষোভ দমনের জন্য পাকিস্তান সরকার সেনাবাহিনী তলব করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন করাচি থেকে সাংবাদিক ও বিশ্লেষক মাসকাোয়াথ আহসান ।

Maskawaith-Ahsan

Your browser doesn’t support HTML5

পাকিস্তানের সর্বত্র বিক্ষোভ : সেনাবাহিনী তলব