রাজাকার তালিকা নিয়ে বিতর্ক: ডা: নুজহাত চৌধুরীর বিশ্লেষণ 

বাঙালির জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য ডিসেম্বর মাসটি বিশেষ গুরুত্ব রাখে। বিজয়ের এই মাসে যেমন আমাদের আনন্দ অনাবিল, তেমনি এই মাসে আমরা কষ্ট পাই মুক্তিযুদ্ধে শহীদদের কথা স্মরণ করে কারণ এই সময়ে আমাদের বুদ্ধিজীবিদের পরিকল্পিত ভাবে হত্যা করেছিল তদানীন্তন পাকিস্তানিরা।

বাংলাদেশে সম্প্রতি রাজাকারের তালিকা প্রকাশ নিয়ে জনঘন বিস্মিত হয়েছেন , হয়েছেন লজ্জিত এবং হতাশও যখন দেখা গেছে যে সেই তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আছে , নাম আছে শহীদ মুক্তিযোদ্ধারও এবং মুক্তিযোদ্ধার স্ত্রীরও।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কোন রকম প্রস্তুতি বা যাচাই বাছাই ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে পাঠানো পুরোনো একটি তালিকা প্রকাশ করেছে যেখানে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নাম আছে। অথচ সেখানে চিহ্নিত ও শাস্তিপ্রাপ্ত রাজাকারদের নাম নেই। সে নিয়েই ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ কথা বলছেন মুক্তিযুদ্ধে শহীদ চক্ষু চিকিৎসাবিদ ডা আলিম চৌধুরীর কন্যা, যিনি নিজেও একজন চক্ষু চিকিৎসাবিদ, নুজহাত চৌধুরীর সঙ্গ।

Your browser doesn’t support HTML5

রাজাকার তালিকা নিয়ে বিতর্ক: ডা: নুজহাত চৌধুরীর বিশ্লেষণ