নেটো সম্পর্কে ড: সাইদ ইফতেখার আহমেদের বিশ্লেষণ

নেটো সম্পর্কে ড সাইদ ইফতেখার আহমেদের বিশ্লেষণ

এখন থেকে সত্তুর বছর আগে, এপ্রিল মাসের চার তারিখে এই ওয়াশিংটন ডিসিতেই কয়েকটি দেশের প্রতিনিধিরা মিলে নেটো জোট গঠন করেন। আক্রান্ত হলে এই জোটের সদস্যরা একে অপরের সাহায্যে আসবেন এ রকম প্রতিশ্রতি জ্ঞাপন করা হয়। আজ সত্তুর বছর পর জোট নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, শীতল যুদ্ধের সময়কার চ্যালেঞ্জের মতোই , আবার সেই চ্যালেঞ্জ থেক ভিন্নও । এ দিকে ট্রাম্প প্রশাসনও নেটো সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। তুরস্ক সহ নেটো সদস্যদের মধ্যেও কিছু অভ্যন্তরীণ সমস্যা রয়ে গেছে। এ সব কিছুর প্রেক্ষাপটে নেটোর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের School of Security and Global Studies ‘এর Adjunct Faculty ড সাইদ ইফতেখার আহমেদের সঙ্গে কথা বলেছেন, সহকর্মী আনিস আহমেদ।

Your browser doesn’t support HTML5

নেটো সম্পর্কে ড: সাইদ ইফতেখার আহমেদের বিশ্লেষণ