এসিড সহিংসতা এবং এর চিকিৎসাঃ  প্লাস্টিক সার্জেন  প্রফেসার মোঃ: আইয়ুব আলীর সাক্ষাতকার

বাংলাদেশসহ অনেক দেশেই প্রতিহিংসার বশবর্তী হয়ে মহিলাদের লক্ষ্য করে এসিড নিক্ষেপ করা হয়। ঢাকা পঙ্গু হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান এবং প্লাস্টিক সার্জেন প্রফেসার মোঃ: আইয়ুব আলীর সংগে এসিড সহিংসতা এবং এর চিকিৎসা সম্পর্কে তাহিরা কিবরিয়া আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে প্রফেসার আইয়ুব আলীর সাক্ষাতকার নেন। ডঃ আলী জানালেন বাংলাদেশ সরকার এসিড নিক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করেছেন।

তিনি বলেন, এসিড দগ্ধের শিকার হ'লে তাকে সংগে সঙ্গে ডাক্তার অথবা হাসপাতালে নিয়ে যেতে হবে। যদি কাছে কোন হাসপাতাল না থাকে তা হলে পোড়া বা ঝলসে যাওয়া ক্ষতে এক থেকে দু’ঘণ্টা পানি ঢালতে হবে।

Your browser doesn’t support HTML5

Dr. Ayub

বিস্তারিত সাক্ষাতকারটি শোনার জন্য অডিওতে চাপ দিন।