এডিবি বাংলাদেশের উন্নয়নে ৮০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে

এশিয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশের উন্নয়নে আগামী পাঁচ বছরে ৮০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে।

২০১৬ থেকে ২০২০ সাল মেয়াদে বাংলাদেশ সহযোগিতা কৌশল পত্রের আওতায় সংস্থাটি এ সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ এডিবি'র আবাসিক প্রতিনিধি কাজুহিকো হিগুচি।

আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশে এডিবি'র অর্থায়ন গত পাঁচ বছরের তুলনায় ৩০০ কোটি ডলার বেশি। ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫ বছরে তারা ৫০০ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল।

বুধবার ঢাকায় এডিবি'র কৌশল পত্র উপস্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানে জানান হয় এই ঋণের ক্ষেত্রে যোগাযোগ, জ্বালানি ও নগর উন্নয়নসহ অবকাঠামো খাত; মানবোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি; বিভিন্ন খাতে অর্থনৈতিক করিডোর উন্নয়ন; পল্লীর জীবনমান ও অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির মত বিষয়গুলো গুরুত্ব পাবে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

এডিবি বাংলাদেশের উন্নয়নে ৮০০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে