এতিম শিশুদের নিয়ে যাঁদের কাজ তাঁদের বিরুদ্ধে এখন শিশুপাচারের অভিযোগ

পথশিশুদের সেবার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া বেশকিছু ছাত্রছাত্রী গড়ে তুলেছিল অদম্য বাংলাদেশ নামে একটি সংগঠন। ২০১৪ সালের ২৯ জানুয়ারি জয়েন্ট স্টক কোম্পানি থেকে তারা রেজিস্ট্রেশনও নেয় এই সংগঠনের নামে। রাজধানীতে গড়ে তোলে তিনটি স্কুল। এছাড়া রয়েছে একটি সেফ হোম। এতিম শিশুদের নিয়ে যাঁদের কাজ তাঁদের গায়ে এখন শিশুপাচারের অভিযোগ। আর এ অভিযোগে গত ১৬ই সেপ্টেম্বর সংগঠনের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক, দুই কর্মকর্তাসহ চার সংগঠককে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অধিকার সংগঠনের সেক্রেটারী আদিলুর রহমান খান। তাঁর সঙ্গে টেলিফোনে ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন সরকার কবীরুদ্দীন:

Your browser doesn’t support HTML5

adil interview