আন্তর্জাতিক ত্রাণ সংস্থার হামলায় অন্তত ৫জন নিহত

Afghanistan

বুধবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অর্থায়নে চালিত আন্তর্জাতিক ত্রাণ সংস্থায় গাড়ি বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত ৫জন নিহত ও ২৪ জন আহত হয়। নিহতদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য রয়েছে। কর্মকর্তারা বলছেন তালিবান বিদ্রোহীরা ঐ এন জি ওর ওপর এই হামলা চালায়। এন জি ওর প্রেসিডেন্ট ও সিইও অ্যান হ্যাডক জানান তাঁর কর্মীরা নিরাপদে আছেন। ভয়েস আমেরিকার প্রতিবেদক Zlatica Hoke প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন সানজানা ফিরোজ।

Your browser doesn’t support HTML5

আন্তর্জাতিক ত্রাণ সংস্থার হামলায় অন্তত ৫জন নিহত