আফগান কর্মকর্তা : নেটো বিমান হামলায় ১১ জন অসামরিক নাগরিক নিহত


আফগান কর্মকর্তারা বলছেন যে তালিবান জঙ্গিদের বিরুদ্ধে আফগান নেটো যৌথ অভিযানের সময়ে জোটের একটি বিমান হামলায় দেশের পুর্বাঞ্চলে ১০ জন শিশু সহ ১১ জন নিহত হয়েছ্।

আজ কুনার প্রদেশে সরকারী কর্মকর্তারা বলেছেন যে পাকিস্তানের কাছে একটি বাড়িকে কেন্দ্র করে ঐ বিমান হামলা চালানো হয় , যেখানে অন্তত ছ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয় , যাদের মধ্যে অসামরিক লোকজন ছাড়া ও ছিল দু জন শীর্ষ তালিবান কমান্ডার।


যুক্তরাষ্ট্রের নের্তৃ্ত্বাধীন জোট ঐ বাড়ি থেকে শনিবার আক্রমণের সম্মুখীন হবার পর তারা এই বিমান অভিযান চালায়। তবে নেটো কর্মকর্তারা নিহতদের সংখ্যা নিশ্চিত করে জানায়নি এবং বলেছে যে তারা বিষয়টি এখন ও তদন্ত করে