ছয় সপ্তাহ পর উদ্ধার হলেন আফগানিস্তানে অপহৃত জুডিথ ডিসুজা

অপহরনের প্রায় ছয় সপ্তাহ পর উদ্ধার আফগানিস্তানে অপহৃত জুডিথ ডিসুজা। জুডিথকে নিয়ে আজ সন্ধেয় ভারতে ফিরলেন আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূত। ট্যুইটারে একথা আজ সকালেই জানিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জুডিথ ডিসুজার উদ্ধার হওয়ার খবর এবং তিনি যে আজই সন্ধায় নতুন দিল্লী ফিরছেন সে খবরও। মধ্য কলকাতার বাসিন্দা জুডিথ ডিসুজা আফগানিস্তানে আগা খান ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। গত নয়ই জুন কাবুলে সন্দেহভাজন জঙ্গিরা তাঁকে অপহরণ করে। গতকালই দিল্লিতে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করে জুডিথকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার আবেদন জানান। গতকালই দিল্লিতে সুষমা স্বরাজের সঙ্গে দেখা করে জুডিথকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার আবেদন জানান জুডিথের ভাই জেরম ডিসুজা। পরিবারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও চিঠি লিখে আবেদন জানানো হয়।

Your browser doesn’t support HTML5

ছয় সপ্তাহ পর উদ্ধার হলেন আফগানিস্তানে অপহৃত জুডিথ ডিসুজা