শীর্ষ দুই মন্ত্রীকে বরখাস্ত করতে রাজি হলেন আফগান প্রেসিডেন্ট

প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল রহীম ওয়ারদাক

Your browser doesn’t support HTML5

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই নিরাপত্তা বিষয়ে তাঁর দু জন শীর্ষ মন্ত্রীকে বরখাস্ত করার ব্যাপারে সংসদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।


তবে মি কারজাই আজ বলেছেন যে তাদের স্থলাভিষিক্ত যারা হবেন , তারা দায়িত্বগ্রহণ না করা পর্যন্ত এর নিজ নিজ দায়িত্বে বহাল থাকবেন।

আফগানিস্তানে সাম্প্রতিক কালে উপর্যুপরি বিদ্রোহীদের আক্রমণ এবং সীমান্তের ওপার থেকে গোলা বর্ষণের ঘটনা , যার জন্যে পাকিস্তানকে দায়ী করা হয় , সে সবের পরিপ্রেক্ষিতে গতকাল আফগানিস্তানের সংসদ প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল রহীম ওয়ারদাক এবং স্বরাষ্ট্র মন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদীকে অপসারণ করার পক্ষে ভোট দেয়।

এই দু জন হচ্ছে মি কারজাইয়ের মন্ত্রী সভায় শীর্ষ মন্ত্রী । তাদের এম এক সময়ে বরখাস্ত করা হচ্ছে যখন আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর বিদায়ের প্রাক্কালে সরকার স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরতে চাইছে।

Your browser doesn’t support HTML5

SYRIA SITREP