নেটোর নেতৃত্বাধীন বাহিনী বলছে, মধ্য আফগানিস্তানে কোয়ালিশন বাহিনীর একটি পাহাড়া চৌকিতে একজন তালেবান আত্মঘাতী বোমাহামলাকারী ট্রাকে করে হামলা চালালে চার ব্যক্তি নিহত এবং ১০০-র বেশি মানুষ আহত হয়। কোয়ালিশন বাহিনী বলছে, ওই হামলায় নেটোর ৭৭ জন সদস্য এবং প্রায় ২৫ জন বেসামরিক আফগান আহত হন। তবে তাদের চোট জীবনের জন্য ঝুঁকি নয়। ৯/১১-র দশম বার্ষিকী ঠিক আগে দিয়ে ওই হামলার ঘটনা ঘটলো। কোয়ালিশন বাহিনী বলছে, শনিবার কাবুল থেকে ৫০ কিঃ মিঃ দঃ পশ্চিমে ওয়ারদাক প্রদেশের সায়েদাবাদ চৌকির প্রবেশমুখে ট্রাকে করে হামলা চালানো হয়।
আফগানিস্তানে আত্মঘাতী বোমাহামলাকারীর হামলায় চার ব্যক্তি নিহত
আফগানিস্তানে আত্মঘাতী বোমাহামলাকারীর হামলায় চার ব্যক্তি নিহত