আফগানিস্তানে ৬ সন্ত্রাসীর ফাঁসির রায় কার্যকর করা হয়েছে

Afghanistan

আফগানিস্তানে কর্তৃপক্ষ বলেছে রবিবার ৬ কয়েদির ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। “জনগনের নিরাপত্তা ও বেসামরিক লোকজনের বিরুদ্ধে কঠিন অপরাধের” অভিযোগে তারা অভিযুক্ত ও দোষী সাব্যস্ত হয়।

তালেবান কর্মকর্তারা দ্রুত স্বীকার করেন যে যাদের ফাঁসি দেওয়া হয় তারা বিদ্রোহী গ্রুপের সদস্য, এবং তারা “তাৎক্ষনিক রক্তাক্ত প্রতিশোধ” নেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট আশরাফ ঘানির দফতর ভয়েস অফ আমেরিকাকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে যে রবিবার কাবুল কারাগারে প্রেসিডেন্ট ছয় সন্ত্রাসীর মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অনুমোদন দিয়েছেন।