আফগানিস্তানে তালিবান শাসনের এক বছর: একটি মূল্যায়ন

Your browser doesn’t support HTML5

১৫ই আগস্ট আফগানিস্তানে তালিবান শাসনের এক বছর পূরণ হচ্ছে। এই এক বছরে তালিবান দেশটির পট পরিবর্তন করেছে এতখানি যে মুক্ত বিশ্ব সেখানে সব ধরণের অধিকার সংকচোন দেখছে। নারী অধিকারসহ, সামগ্রিক ভাবে মানবাধিকার সেখানে লংঘিত হচ্ছে বার বার । নারীরা শিক্ষা ও কর্মস্থল থেকে বিতাড়িত, সাংবাদিকদের উপরও চাপিয়ে দেয়া হয়েছে বিধিনিষেধ । ২০২০ সালে যুক্তরাষ্ট্র্রের সঙ্গে দোহায় স্বাক্ষরিত চুক্তি স্পষ্টতই লংঘন করেছে তালিবান, এই অভিযোগও উঠছে। তালিবান শাসিত আফগানিস্তান সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পীস এন্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো , শাফকাত মুনির । আর তাঁর সঙ্গে ওয়াশিংটন থেকে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ।