আফগানিস্তানে বোমা হামলায় গোয়েন্দা সদস্যসহ এক বিদেশী ও তার ৩ সন্তান প্রাণ হারান

আফগান কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবার দেশের পূর্বাঞ্চলে এক বোমা হামলায় এক আফগান গোয়েন্দা সদস্য, এক বিদেশী এবং তার ৩ সন্তান প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের সীমান্তের কাছে অবস্থিত নাংগাহার প্রদেশের রাজধানী জালালাবাদে ঐ হামলাটি ঘটে।

প্রাদেশিক কর্মকর্তার মুখপাত্র আতাউল্লা খোগিয়ানি ভিওএকে জানিয়েছেন যে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা রাশিয়ান ভাষাভাষী এক বিদেশী মহিলা ও তার তিন সন্তানকে জঙ্গীদের সংগে সংশ্লিষ্ট থাকার সন্দেহে আটক করে। আটক ঐ মহিলার দেহ-তল্লসী এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে এনডিএস-এর দপ্তরে নিয়ে যাওয়ার সময় দেহে সেটে রাখা বিস্ফোরকে সে বিস্ফোরণ ঘটায়। তাৎক্ষনিক ভাবে ঐ ঘটনার দায়িত্ব কেউ স্বীকার করেনি।