ইউরোপীয় পার্লামেন্টের সিদ্ধান্তে তুরস্কের প্রতিক্রিয়া

সিরিয়ার আফরিন শহরে কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্ক যে সামরিক অভিযান চালাচ্ছে, ইউরোপীয় পার্লামেন্ট তা বন্ধের আবেদন জানালে, তুরস্ক তাতে প্রতিক্রিয়া ব্যক্ত করে I অবরুদ্ধ আফরিন শহরে হাজার হাজার অসামরিক জনগণ আটকা পড়ে আছেন I তবে কূটনৈতিক তিক্ততার মাঝেও ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে I

আটকা পড়া লোকজনদের কাছে জরুরী খাদ্য ও চিকিৎসা-সেবা না পৌঁছানোর জন্য,তা এখন চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে I