বাংলাদেশে ২০৩০ সাল নাগাদ এইডস সংক্রামণের পরিসমাপ্তি টানা সম্ভব-UNAIDS কান্ট্রি ডিরেক্টর

বাংলাদেশে ২০৩০ সাল নাগাদ এইডস সংক্রামণের পরিসমাপ্তি টানা সম্ভব বলে জানিয়েছেন UNAIDS এর কান্ট্রি ডিরেক্টর লিও কেনি।

মঙ্গলবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে এক বিবৃতিতে লিও কেনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন জনসচেতনতা সৃষ্টি এবং এইচআইভি সংক্রামিত ব্যক্তিদের শনাক্ত করার ব্যবস্থা করা।

বাংলাদেশ সরকারের দেয়া তথ্য মোতাবেক ১৯৯৮ সাল থেকে ২০১৫ এর পহেলা ডিসেম্বর পর্যন্ত দেশে এইচআইভি সংক্রামিত ৪১৪৩ জনকে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬৫৮ জনের।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে ২০৩০ সাল নাগাদ এইডস সংক্রামণের পরিসমাপ্তি টানা সম্ভব-লিও কেনি