জালালাবাদে তালিবানের ওপর ইসলামিক স্টেট জঙ্গিদের হামলার দাবি

তালিবান সদস্যরা জালালাবাদে বিস্ফোরণের পর স্থানটি পরিদর্শন করছেন , ১৮ই সেপ্টেম্বর, ২০২১ /এএফপি

উগ্রবাদী ইসলামিক স্টেট গ্ৰুপ পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে তালিবানের গাড়ির বহর লক্ষ্য করে কতগুলি মারাত্মক হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছেI

রবিবার দিনের শেষে ঐ জঙ্গি গ্ৰুপের প্রচার শাখা,"আমাক" সংবাদ এজেন্সির মাধ্যমে তারা এই দাবিটি প্রকাশ করে , যেখানে তাদের দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বী তালিবানের বিরুদ্ধে হুমকি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়ই তালিবান যোদ্ধাসহ অন্তত ৮জন, আইসিস গোষ্ঠীর শক্তঘাঁটি জালালাবাদে শনিবার ও রবিবারের হামলায় নিহত হন I

তালিবান গোষ্ঠী গত মাসে এক তড়িৎ অভিযান চালিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং কাবুল কুক্ষিগত করে, যখন যুক্তরাষ্ট্র ও নেটো জোট তাদের সেনা প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে ছিল I সর্বশেষ বিদেশী সেনাদল ৩০শে অগাস্ট আফগানিস্তান ত্যাগ করেI

আফগানিস্তান শাসন করতে তালিবান এখন নানাবিধ অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি এবং এরই মাঝে আইসিসের হামলা তাদের প্রয়াসকে আরো জটিল করে তুলবে I আফগানিস্তানে বিদেশী সেনা আসার আগে থেকেই তালিবান ও আইসিস দল একে অপরের শত্রু ছিল I

দুটি দলই ইসলামের কঠোর শরিয়া আইন প্রবর্তনে বিশ্বাসীI তবে তালিবান এখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ রক্ষায় মনোযোগ নিবদ্ধ করেছে, আর অন্যদিকে আফগানিস্তানে এবং অন্যত্র আইসিস সহযোগীরা বিশ্বময় জিহাদের ডাক দিয়েছেI