বাংলাদেশে নাগরিক অধিকার সক্রিয়বাদীরা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছেন: সুলতানা কামাল

নাগরিক অধিকার সক্রিয়বাদীরা বাংলাদেশে বর্তমানে এক উদ্বেগ ও শঙ্কার পরিবেশে রয়েছেন বলে তারা দাবি করছেন। বিশিষ্ট মানবধিকার সক্রিয়বাদী সুলতানা কামাল ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, নাগরিক অধিকার সক্রিয়বাদীরা বর্তমান এক ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছেন। তারা যখনই মানুষের অধিকার রক্ষায় কাজ করেন, তখনই তাদের রাষ্ট্রদ্রোহী, সরকার বিরোধী ও সরকারকে বিব্রত করতে চায় বলে তকমা দিয়ে দেয়া হয়।

সাবেক তত্ত্বাধায়ক সরকারের এই উপদেষ্টা এবং দুর্নীতি বিরোধী নজরদারি সংস্থা টিআইবির চেয়ারপারসন সুলতানা কামালের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাস্তবে নাগরিক অধিকার সক্রিয়বাদীরা কি ধরনের ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে রয়েছেন এবং কেন এমন একটি পরিবেশের সৃষ্টি হয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।