মিয়ানমার সরকার রাখাইনে ইন্টারনেট এবং মোবাইল সংযোগ বন্ধ করেছে

মিয়ানমার সরকার দেশটির উত্তর রাখাইন এলাকায় সকল ধরনের ইন্টারনেট এবং মোবাইল ফোন সংযোগ বন্ধ করে দিয়েছে। বৌদ্ধদের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর চলমান সংঘাত-সহিংসতা গত কিছুদিনে ব্যাপকমাত্রায় বেড়ে যাওয়ার কারণেই এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম দেশটির পার্মানেন্ট সেক্রেটারি স থিনের বরাতে এ খবর দিয়েছে।

শনিবার দেশটির সরকার ওই নির্দেশ জারি করে বলে সংবাদ মাধ্যম বলছে। ওই কর্মকর্তা জানান, উত্তর রাখাইন ছাড়াও পাশ্ববর্তী রাজ্য সিন-এর কিছু অংশেও ওই ব্যবস্থা বলবৎ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট সংযোগ বন্ধ করার মিয়ানমার সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় বাংলাদেশী নাগরিকদের জন্য ২০ মিলিয়ন ডলার সমপরিমাণ ১৮ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে। তিন বছর মেয়াদী ওই সহায়তা পুষ্টি, স্বাস্থ্য এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ব্যয় করা হবে।

Your browser doesn’t support HTML5

ak

ঢাকা থেকে আমীর খসরু