বাংলাদেশে ক্রসফায়ারের ঘটনা দিনে দিনে বাড়ছে

বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা আর মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদ সত্ত্বেও বাংলাদেশে আইন-শৃঙ্খলা শৃঙ্খলা কর্তৃক কথিত ক্রসফায়ারের ঘটনা দিনে দিনে বাড়ছে। প্রভাবশালী মানবাধিকার সংগঠন আইন সালিশ কেন্দ্র এক প্রতিবেদনে বলেছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত ৯ মাসেই কথিত ক্রসফায়ারে নিহত হয়েছেন ১৫০ জন। এর মধ্যে পুলিশের হাতে সর্বাধিক নিহত হয়েছে অর্থাৎ ৭২ জন। ২০১৫ সালে ক্রসফায়ারে নিহত হয়েছিলেন ১৪৬ জন এবং ২০১৪-তে ১২৮ জন। শুক্রবারও লক্ষ্মীপুর ও সাভারে পুলিশের কথিত ক্রসফায়ারে ২ জন নিহত হয়েছেন। আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান ভয়েস অফ আমেরিকা’কে বলেন, মানবাধিকার পরিস্থিতি অবনতিশীল।


ওই প্রতিবেদনে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর পরিচয়ে গত ৯ মাসে ৭৫ জনকে ধরে নেয়া হয়েছে। আর কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৫৭ জনের। গণপিটুনিতে নিহত হয়েছেন ৩৪ জন। অর্থাৎ অন্যান্য বছরের সাথে তুলনায় এই ধারা ঊর্ধ্বমুখী।

আমীর খসরুর রিপোর্টঃ

Your browser doesn’t support HTML5

AK