রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য অর্থের সংকট দেখা দিয়েছে

রোহিঙ্গা শরণার্থীদের প্রয়োজনীয় সহায়তার জন্য অর্থের সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের ইউএনএইচসিআর, আইওএমসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো গত অক্টোবরে অনুষ্ঠিত সাহায্য সংগ্রহ বৈঠকে গত সেপ্টেম্বর থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের জন্য ৪৩৪ মিলিয়ন ডলার সহায়তার আশ্বাস পেলেও, এ পর্যন্ত অর্থ হাতে পাওয়া গেছে মাত্র ৩৪ শতাংশ। এই অবস্থায় ইউএনএইচসিআর বলছে, জাতিসংঘসহ অন্যান্য সংস্থাগুলো খুব শিগগিরই জরুরি সহায়তার আহবান জানিয়ে পুনরায় যৌথ আন্তর্জাতিক বৈঠক ডাকবে। এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপদ ও সুষ্ঠু হবে কিনা-বলে যারা সন্দেহ প্রকাশ করছেন, তাদের কঠোর সমালোচনা করেছেন।
২২ জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক এ মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠানের কথা ছিল। মিয়ানমার এ পর্যন্ত বৈঠকের তারিখের ব্যাপারে বাংলাদেশকে কিছুই জানায়নি বলে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য অর্থের সংকট দেখা দিয়েছে