রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সংকট দ্রুত বাড়ছে-বিশ্ব ব্যাংক

বৈশ্বিক ঋণ ও অর্থ সহায়তাকারী সংস্থা বিশ্ব ব্যাংক শনিবার বলেছে, বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সংকট খুবই দ্রুত গতিতে বাড়ছে। বিশেষত যেসব এলাকায় রোহিঙ্গারা আশ্রয় নিয়েছেন, সেই এলাকার স্থানীয় অধিবাসীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং এ অবস্থা সামাল দিতে সহায়তা বৃদ্ধি জরুরি। বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকসনের অতি সাম্প্রতিক কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উপর ভিত্তি করে প্রণীত প্রতিবেদনে এই মন্তব্য করা হয়। আর এতে অ্যানেট ডিকসন বলেন, শরণার্থী শিবিরগুলোতে অবকাঠামো, বিভিন্ন সেবা, পরিবেশ ও পানিসম্পদের উপরে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আগামী বৃষ্টিকালীন সময়ে এই এলাকাগুলোতে নানা রোগ বালাইয়ের প্রাদুর্ভাব এবং বিভিন্ন ধরনের দুর্যোগ সৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
এদিকে, মিয়ানমারের সরকারী সংবাদপত্র ‘গ্লোবাল নিউ লাইট’ রাখাইন রাজ্যের চিফ মিনিস্ট্রারের উদ্ধৃতি দিয়ে বলেছে, প্রত্যাবাসনের পরে অস্থায়ী ক্যাম্পে রোহিঙ্গারা থাকবে- তাও সমাপ্তির শেষ প্রান্তে। পত্রিকাটিতে একটি ক্যাম্পের ছবিও ছাপা হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সংকট দ্রুত বাড়ছে-বিশ্ব ব্যাংক