গুলশান কুমার হত্যা মামলার আসামী দাউদ মার্চেন্টকে ভারত ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে

Your browser doesn’t support HTML5

alam


ভারতের মাফিয়া ডন, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী সন্ত্রাসী এবং বলিউডের গানের জগতের অন্যতম ব্যক্তিত্ব গুলশান কুমার হত্যা মামলার আসামী দাউদ মার্চেন্টকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী- এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।

ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী সন্ত্রাসী এবং বলিউডের গানের জগতের অন্যতম ব্যাক্তি গুলশান কুমার হত্যা মামলার আসামি দাউদ মার্চেন্টকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন । সোমবার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন দাউদ মার্চেন্টসহ অনেক বিদেশী বাংলাদেশের কারাগারে আটক রয়েছেন এবং যাদের সাজার মেয়াদ শেষ তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। গুলশান কুমার হত্যা মামলায় দাউদ মার্চেন্ট গ্রেপ্তার হলে ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ভারতের একটি আদালত। ওই রায়ের বিরুদ্ধে দাউদ আপিল করেন। ২০০৯ সালে ১৪ দিনের পেরলে মুক্তি পাওয়ার পর পালিয়ে যান তিনি। ওই বছরের ২৮ মে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ দাউদ মার্চেন্টকে পুলিশ গ্রেপ্তার করার পর থেকেই তিনি বাংলাদেশের কারাগারে আটক রয়েছেন।

Your browser doesn’t support HTML5

alam