ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যাত্রা বিরতি করলেন ঢাকায়

শনিবার মধ্যরাতের পর টকিও যাওয়ার পথে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যাত্রা বিরতি করলে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ, এইচ, মাহমুদ আলি । পরে বিমান বন্দরে ভিভিয়াইপি লউঞ্জে তাঁরা এক বৈঠকে মিলিত হন যখন বাংলাদেশ ও ফিলিস্তিনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন । আলোচনা শেষে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনের জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন আলোচনা কালে ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলি নৃশংসতার পাশাপাশি দীর্ঘদিন ঝুলে থাকা শান্তি আলোচনার বিষয়ও উঠে এসেছে । দুদেশের কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে কি কি পদক্ষেপ নেয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে রিয়াদ আল মালিকি জানান। বিমান বন্দরে বাংলাদেশে নিযুক্ত আরব দেশ সমূহের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।জহুরুল আলমের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

alam