বাংলাদেশের ১০ কোটি ১০ লক্ষ ডলার চুরির ঘটনা নিয়ে তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন পেশ করেছে

বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লক্ষ ডলার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাঁদের চূড়ান্ত প্রতিবেদন সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে হস্তান্তর করেছেন।প্রতিবেদন পাওয়ার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, শিগ্রই প্রতিবেদনটি জনসম্মুখে প্রকাশ করা হবে। তিনি বলেন কীভাবে এই ঘটনাটি ঘটল এবং সরকার কি করতে পারে এ দুটি বিষয়ই প্রতিবেদনে উঠে এসেছে। কমিটির প্রধান ফরাসউদ্দিন বলেন অন্তর্বর্তীকালীন প্রতিবেদন থেকে চূড়ান্ত প্রতিবেদনে ৯০ শতাংশ পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, কমিটি এ চুরির ঘটনায় জন্য কারা দায়ী, বাইরের কারা জড়িত, দেশের কারা জড়িত এবং কতটা অর্থ আদায় করা সম্ভব তার একটি চিত্র প্রতিবেদনে তুলে ধরা হয়েছে । এক প্রশ্নের জবাবে তিনি বলেন আন্তর্জাতিক অর্থ লেন দেনের বার্তা বাহক সংস্থা সুইফট এ চুরির ঘটনার দায় এড়াতে পারেনা । জহুরুল আলমের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

ALAM