ঈদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে পাখি আর মাছির মতো মানুষ মরেছে- জহুরুল আলমের রিপোর্ট

ঈদে সড়ক দুর্ঘটনায় পাখি আর মাছির মতো মানুষ মরেছে বলে স্বীকার করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেপরোয়া ও অসংযতভাবে গাড়ি চালনার কারণেই এমনটি হয়েছে। সোমবার ঢাকায় মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেশের অবকাঠামো উন্নয়নে সাফল্য দাবি করে ওবায়দুল কাদের ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে দুর্ঘটনা ঠেকাতে না পারারা দায় স্বীকার করেন। তিনি স্বীকার করেন বেপরোয়া ও অসংযতভাবে গাড়ি চালানো বন্ধ করা যাচ্ছেনা। সড়কে শৃঙ্খলার ক্ষেত্রে হতাশা ব্যাক্ত করে পরিবহন মন্ত্রী বলেন, সাধারণ মানুষ কথা শোনে কিন্তু অসাধারণ বা রাজনৈতিক ব্যক্তিরা কথা শোনেন না। তাঁরা আইন মানতে চান না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় অন্তত ২০০ জন প্রাণ হারিয়েছেন এবং চার শতাধিক লোক আহত হয়েছে। জহুরুল আলমের রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

alam