আলাপন: বাংলাদেশের ভোট যুদ্ধ

বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকী রয়েছে মাত্র ১৯ দিন। এরই মধ্যে হয়ে গেছে প্রতীক বরাদ্দের কাজ। ভোটের মাঠে লড়বে ১৮শ ৪১ প্রার্থী। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৯৬ জন। আর দলীয় প্রার্থী ১৭শ ৪৫ জন। নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, প্রতীক পেয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে নেমে পড়েছেন। যা বন্ধ করতে হবে ২৮ ডিসেম্বর মধ্য রাত ১২টায়। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। তবে এখনো নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এই বাস্তবতায় আজকের আলাপন 'বাংলাদেশের ভোট যুদ্ধ'।

আর আজকে অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ এবং নিউইয়র্ক থেকে সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন নাসের। মাঠ পর্যায়ের খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের চট্ট্রগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌস, বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর, ঢাকা সংবাদদাতা শরীফ মুজিব এবং খুলনার স্থানীয় সাংবাদিক রাফিউল ইসলাম টুটুল। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

আলাপন: বাংলাদেশের ভোট যুদ্ধ