সাম্প্রতিক বছরে বিভিন্ন দেশে বাল্যবিবাহের হার উল্লেখযোগ্য হারে কমেছে। সারা বিশ্বে গত এক দশকে আড়াই কোটি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বর্তমানে প্রতি পাঁচজন নারীর মধ্যে একজনের বিয়ে হয় ১৮ বছর হওয়ার আগেই। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কি- তা জানতেই আমাদের আজকের আলাপন- 'বাল্যবিবাহ এবং বাংলাদেশ পরিস্থিতি'।
আজকে অতিথি ছিলেন- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আইনজীবী ও মানবাধিকার কর্মী এ্যাডভোকেট দিলরুবা সারমিন এবং মানবাধিকার কর্মী এ্যাডভোকেট সানাইয়া ফাহিম আনসারী। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।
Your browser doesn’t support HTML5
আলাপন: বাল্যবিবাহ এবং বাংলাদেশ পরিস্থিতি