আলাপন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও ভবিষ্যৎ

মিয়ানমার বারবার অঙ্গীকার এবং আশ্বাস দেয়া সত্ত্বেও রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত না নেওয়ায় দেশটির সমালোচনা করেছে বাংলাদেশ। এই মধ্যে মিয়ারমারের অভ্যন্তরে রাশিয়া, ভারত, চীন এবং আসিয়ান ভুক্ত রাষ্ট্রগুলোর পর্যবেক্ষনের আওতায় রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল গড়ে তোলার প্রস্তাবও করেছে বাংলাদেশ। তারপরও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তেমন কি হচ্ছে না। এই বাস্তবতায় আজকের আলাপন- “রোহিঙ্গা প্রত্যাবাসন ও ভবিষ্যৎ”।

আজকের আলাপনে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর প্রধান ড. ইমতিয়াজ আহমেদ এবং শরণার্থী ও অভিবাসন বিষয়ক বিশ্লেষক আসিফ মুনীর। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

আলাপন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও ভবিষ্যৎ