আলাপন: ঈদে বাড়ি ফেরা এবং সড়ক নিরাপত্তা

বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনে প্রতিদিন ৩ লাখ যাত্রী চলাচল করছে। রাজধানীর কমলাপুর থেকে প্রতিদিন ছেড়ে যাচ্ছে ৬৮টি ট্রেন। এর মধ্যে চারটি বিশেষ ট্রেন রয়েছে। নৌ পথে কেবল সদরঘাট দিয়ে প্রায় ১৫-১৬ লাখ মানুষ গ্রামের বাড়ি ঈদ করতে যান। এছাড়া সড়ক পথে বাসসহ অন্যান্য বাহনে লাখ লাখ মানুষ বাড়ি যান ঈদ উৎযাপন করতে। কিন্তু গত ঈদুল ফিতরের বন্ধে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩৯ জন এবং আহত হয়েছেন এক হাজার ২৬৫ জন। এই বাস্তবতায় আজকের আলাপনের বিষয়- “ঈদে বাড়ি ফেরা এবং সড়ক নিরাপত্তা”।

আমাদের সঙ্গে আজ অতিথি ছিলেন জিটিভি ও সারাবাংলা.নেট এর এডিটর-ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। এছাড়া ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আজমির হাসান কনক, চট্রগ্রাম থেকে আমাদের প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিল এবং খুলনা থেকে স্থানীয় সাংবাদিক রফিউল ইসলাম টুটুল মাঠ পর্যায়ের খবরাখবর তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।

Your browser doesn’t support HTML5

আলাপন: ঈদে বাড়ি ফেরা এবং সড়ক নিরাপত্তা