বাংলাদেশে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ৪৬ জন নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেন। এদিকে মহাজোটের শরীক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপনের বিষয় ‘বাংলাদেশের নতুন মন্ত্রিসভা এবং সংসদীয় ব্যবস্থা’। আর এ অনুষ্ঠানে আমার- নতুন মন্ত্রিসভা কেমন হলো, বাংলাদেশের আগামী সংসদ ঠিক কতটা কার্যকর হবে-তার জানার চেষ্টা করেছি।
আর আজ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল এবং বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ও আমাদের সময় ডট কম এর সম্পাদক নাইমুল ইসলাম খান। অনুষ্টানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।
Your browser doesn’t support HTML5
আলাপন: বাংলাদেশের নতুন মন্ত্রিসভা এবং সংসদীয় ব্যবস্থা