উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা, ঢাকায় চরম যানজট ও জলাবদ্ধতা, কক্সবাজারে রোহিঙ্গা সংকট; সব মিলে নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশের মানুষ। তার পরও ঈদুল আজহায় মানুষের মুখের হাসি মিলিয়ে যায় নি। ঢাকাসহ দেশের সর্বত্র চলছে বিভিন্ন ধরণের উন্নয়ন কর্মকান্ড। মানুষের জীবনযাত্রার মান বাড়ছে। ইন্টারনেট সুবিধা তৃণমূল পর্যায়ে ভোগ করছে বাংলাদেশের মানুষ। বিদ্যুৎ ও গ্যাসের সংকট কমেছে। তবে দুর্নিতী রয়েছে বাংলাদেশের প্রায় সকল সেক্টরে। আজকের আলাপনে আলোচনা হয় বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে।
রোকেয়া হায়দার ও সেলিম হোসেনের সঙ্গে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন, ডিপার্টমেন্ট অব টেলিভিশন ফিল্ম এ্যান্ড ফটোগ্রাফির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূইয়া এবং কবি ও লেখক মুজতবা আহমেদ মুরশেদ, নিউইয়র্ক থেকে যোগ দেন সাংবাদিক আকবর হায়দার কিরণ।
Your browser doesn’t support HTML5
বাংলাদেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা