তথ্য আইনের স্বাধীনতা

দেশের নাগরিকদেরকে সরকারের কাজকর্ম সম্পর্কে অবহিত করা এবং সরকারকে জনগনের কাছে জবাবদিহি রাখার গুরুত্বপূর্ন এবং শক্তিশালি একটি ভিত্তি হচ্ছে US Freedom of Information Act (FOIA).

তথ্য অধিকার আইন সাধারণত জনগণের তথ্য পাওয়ার স্বাধীনতা সংক্রান্ত আইন নামে পরিচিত। একে বলে উন্মুক্ত তথ্য। যুক্তরাষ্ট্রে আইনটি US Freedom of Information Act (FOIA) নামে পরিচিত। আইনটি ৫০ বছর পূর্তি হলো যুক্তরাষ্ট্রে এই জুলাই মাসেই। আর সেই কারনেই এই বিষয় নিয়ে আলাপনের আলোচনা আজ। আলোচনায় অংশ নিচ্ছেন গন যোগাযোগ ও সাংবাদিকতার একজন শিক্ষক, টেলিভিশন নিউজের একজন প্রধান এবং খবরের কাগজের একজন সম্পাদক।

আলোচনা করছেন সাংবাদিকতার শিক্ষক ড. আবু নাসের রাজীব, এটিএন বাংলার বার্তা বিভাগের প্রধান জ ই মামুনএবং সাপ্তাহিক ঠিকানার সম্পাদক লাভলু আনসার।

Your browser doesn’t support HTML5

তথ্য আইনের স্বাধীনতা